রাঙামাটিতে
নিরাপদ সড়কের দাবী মেনে নেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা
প্রকাশঃ ০৭ অগাস্ট, ২০১৮ ১০:৩৫:৫৩
| আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৭:৩২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নিরাপদ সড়কের দাবীতে ছাত্রছাত্রীদের আন্দোলনের সব দাবী সরকার মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ মঙ্গলবার রাঙামাটিতে স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দ শোভাযাত্রা বের করে।
রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে সকালে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানসহ শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন।
শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে সমবেত হয়ে দেশে চলমান নিরাপদ সড়কের দাবীতে ছাত্র ছাত্রীদের আন্দোলনের সব দাবী মেনে নেয়ায় এবং আন্দোলন শেষ করে ছাত্র ছাত্রীরা ক্লাশে ফিরে যাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায়।