আলীকদমে
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশঃ ০৭ জুলাই, ২০১৮ ০৩:৩২:০৭
| আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ০২:২৩:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদমে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বান্দরবানের আলীকদম উপজেলা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বান্দরবানের জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় খেলায় আরো উপস্থিত ছিলেন আলীকদম ৫৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর,আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালামসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা,ছাত্র-ছাত্রী এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
সমাপনী দিনে প্রথম খেলায় আলীকদম আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আলীকদম আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে।
অপরদিকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ খেলায় ভরিমূখ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রেইনব্রো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেইনব্রো সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বিজয় লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার প্রদান করেন অতিথিরা।