রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪

রাঙামাটি জেলা পরিষদ পুর্নগঠনের দাবিতে রাঙামাটি মানববন্ধন

প্রকাশঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০২:৫৯:১১ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৫:৫১:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার চার উপজেলা কাউখালী, বরকল,জুরাছড়ি ও রাজস্থলী থেকে স্থানীয় প্রতিনিধি অর্ন্তভুক্ত করে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়ে পার্বত্য উপদেষ্টাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে বৈষম্য বিরোধী নাগরিক সমাজের ব্যানারে এক মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি জানানো হয়।

মানববন্ধনে বক্তারার বলেন, ২০১৪ সাল থেকে জেলা পরিষদ আইন সংশোধন করে  ১৫ সদস্য বিশিষ্ট জেলা পরিষদ গঠন করা হয়েছে। তখন থেকে রাঙামাটির যে দশ উপজেলা থেকে রয়েছে  প্রত্যেক উপজেলা থেকে একজন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হতো এবং এর প্রক্রিয়া চলমান ছিলো। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের দোসর পার্বত্য উপদেষ্টা চার উপজেলাকে বঞ্চিত করে স্বজন প্রীতি এবং অনিয়মের স্বর্গভূমিতে পরিণত করার লক্ষ্যে চার উপজেলাকে বাদ দিয়ে শুধু মাত্র রাঙামাটি সদর থেকে ৯ জন সদস্য এবং এবং তার আত্বীয় স্বজনকে নিয়োগ দেয়। এর মধ্যে, অনেকের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগ, দলীয় পদবী, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, পার্বত্য উপদেষ্টার সঙ্গে সখ্যতা, সাবেক সহকর্মী ও সম্পর্কে দেবর-ভাবিকেও একই পরিষদে সদস্য মনোনীত করার অভিযোগ তোলা হয়েছে।

বক্তারা অবিলম্বে বঞ্চিত চার উপজেলা থেকে স্থানীয় জনপ্রতিনিধি নিয়োগ দিয়ে  জেলা পরিষদ পূর্ণগঠন করার আহবান জানান, অন্যাথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,জুরাছড়ির বাসিন্দা রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, কাউখালীর বাসিন্দা তারা মিয়া, বরকলের বাসিন্দা পুলিন বিহারী চাকমা, অ্যাডভোকেট এমদাদ হোসেন, রাজস্থলীর  উথান মারমা, রাঙামাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব হাসান প্রমুখ।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর সাবেক কৃষি কর্মকর্তা ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতির বড় ভাই কাজল তালুকদারকে চেয়ারম্যান মনোনীত করে ১৫ সদস্যের নতুন অর্ন্তবর্তীকালীন জেলা পরিষদ গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পুনর্গঠিত পরিষদ সদস্যদের নাম প্রকাশের পর থেকেই আপত্তি ওঠেছে। চেয়ারম্যান-সদস্যদের দায়িত্ব গ্রহণের দিনও পরিষদের প্রধান ফটকের সামনেই বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions