সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪
নিজ উদ্যোগে বই প্রদানকালে কাপ্তাই ইউএনও রুহুল আমিন

নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

প্রকাশঃ ০৪ জুলাই, ২০১৮ ০৮:৫২:২৫ | আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০৭:০৩
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। নারী হিসেবে নিজেকে অবহেলা করলে চলবে না। দেশের  সর্বোচ্চ পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে এগুতে হবে। নিজেকে গড়ে তুলতে হবে দেশ পরিচালনার যোগ্য হিসেবে। মনবল রাখতে হবে প্রকট। যে নিজেকে বড় করতে চায় তাকে কেউ বাঁধা দিয়ে রাখতে পারে না। যত বাঁধাই আসুক না কেন সে তার স্থানে পৌঁছাবেই।

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার প্রজেক্ট এলাকার এক হতদরিদ্র দিনমজুর বাবার কর্ণফুলী ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া একটি মেয়ের হাতে নিজ উদ্যোগে ৬ মাসের বেতন ও এক সেট নতুন বই তুলে দিতে গিয়ে বুধবার দুপুরে এমন কথা বলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদ চৌধুরী সহ আরও অনেকে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর আগে একই এলাকার নিজাম হোসেনের কর্ণফুলী কলেজের ৬ মাসের বেতন প্রদান করেন।

তিনি আরও বলেন, কেউ যখন নিজের মনোবলকে প্রকট করতে পারবে, তখন তাকে বিভিন্ন দিক থেকে সহযোগীতা করা হবে। মনে রাখতে হবে, সমাজের কল্যানের কথা বিবেচনায় রেখে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions