বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪

করোনার প্রভাবে ক্ষতির মুখে বাঘাইছড়ির তরুন উদ্যোক্তা

প্রকাশঃ ১২ মে, ২০২০ ০৯:৪০:৫৬ | আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ ০১:৫৫:২৪
সিএইচটি টুডে ডট কম, সাজেক, বাঘাইছড়ি (রাঙামাটি। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার তরুন উদ্যোক্তা আবু নাছের যে বয়সে বন্ধুদের সাথে আড্ডায় খেলাধুলায় মেতে থাকার কথা ঠিক সে সময়ে লেখাপড়ার পাশাপাশি ছোট একটি ফার্ম দিয়ে শুরু করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, আস্তে আস্তে শ্রম ও মেধা খাটিয়ে তিনি সময়ের সাথে সাথে তার ব্যবসা প্রতিষ্ঠানও বড় করতে থাকেন গড়ে তোলেন মিশ্র ফলজ বাগান ।

ব্যাংক থেকে লোন নিয়ে পোল্ট্রি ফার্মে পাশাপাশি ডেইরি ফার্ম গড়ে তোলেন সেই ডেইরি ফার্মের দুধ বিক্রির জন্য বাজারে একটি ভেরাইটিস শপ খোলেন সেখানে নিজের ফার্মের উৎপাদিত দুধ বিক্রয় সহ কনফেকশনারি পন্য বিক্রয় করতেন।

সবার যখন লেখা পড়া শেষ করে ভালো কোন সরকারি চাকরি প্রত্যাশা করেন সেখানে আবু নাছের ব্যাতিক্রম সে উদ্যােক্তা হওয়ার স্বপ্ন দেখেন। নিজের প্রতিষ্ঠানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি করবেন সেই চিন্তা সব সময় পুষে রাখতেন।

কিন্তু সম্প্রতি সারা বিশ্ব যখন মহামারি নভেল কোরোনা ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশের জনগণের নিরাপত্তার স্বার্থে সারা দেশ যখন লকডাউন করা হয়েছে ঠিক তখনি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার এই তরুণ উদ্যোক্তার জীবনে নেমে আসে কালো আঁধার তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন হঠাৎ ভেস্তে যাবার অবস্থা । সে ছোট বেলা থেকেই অনেক শ্রম ও মেধা খাটিয়ে তিলে তিলে গড়ে তোলেন তার এই স্বপ্নের পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম, মিশ্র ফলজ বাগান, ও দুধ বিক্রয় সেন্টার ভেরাইটিস শপ।

বিশ্বের এই মহামারিতে তার ওপর হঠাৎ বিপর্যয় আসে গত ৫ই এপ্রিল অজ্ঞাত কারনে তার স্বপ্নের বাগান পুড়ে ছাই হয়ে যায় সেখানে প্রায় তিন শতাধিক আম,লেচু, মাল্টা,থাই পেয়ারা, লেবু সহ বিভিন্ন প্রকারের প্রত্যাকটি গাছের মুকুল সহ পুড়ে যায় এতে করে বড় ধরনের আর্থিক ও মানুষিক ক্ষতির মুখে এর রেশ কাটতে না কাটতে পোল্ট্রি ফার্মের এক হাজার রেডি মুরগী লক ডাউনের কারনে বাজারজাত করতে না পাড়া এবং লকডাউনে খাদ্য সংকট থাকায় মুরগির ঠিক মত খাবার দিতে না পাড়ায় অনেক মুরগী মারা যায় এখানেও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এদিকে লকডাউন এর কারনে ডেইরি ফার্মের দুধ বিক্রয় করতে না পাড়ায় সেখানেও সে দৈনিক দুধ বিক্রির যে আয় সেটা না থাকায় এবং গো খাদ্য পর্যাপ্ত মজুদ না থাকায় গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। লক ডাউনে সরকারি নির্দেশনা অনুযায়ী অনির্দিষ্টকালীন দোকান বন্ধের ঘোষনা থাকায় তার দুধ বিক্রয় কেন্দ্র ও চৌমুহনী সদরে তার ভেরাইটিস শপ বন্ধ থাকায় সে একেবারে ভেঙ্গে পড়ে।

এ ব্যাপারে এই তরুণ উদ্যোক্তা আবু নাছির জানান, খুব সুন্দর ভাবে  এগোচ্ছিলাম কিন্তু আমার তিল তিল করে গড়ে তোলা এই প্রতিষ্ঠান গুলো এভাবে ভেঙে পড়বে কখনো কল্পনা করি নাই, কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করবো বুঝতে পারছি না। তবে আমার এই দুঃসংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার মিশ্র ফলজ বাগানে যখন আগুন লাগে তিনি ঐসময় বাগান পরিদর্শন করেন এবং আমাকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

অর্থনীতি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions