সোমবার | ২৫ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশঃ ০৬ জুনe, ২০১৮ ১১:৪০:৫৩ | আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ০৭:০৯:০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতীয় দৈনিক যায় যায় দিন এর এক যুগ পুর্তি ও তেরো বছরে পর্দাপন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।
যায় যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে শহরের বনরুপায় হোটেল রেইনোতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি ফজলুর রহমান রাজনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সহ সভাপতি অলি আহম্মদ,  প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার উল হক, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হিমেল চাকমা, জেলা স্কাউটের সাধারন সম্পাদক নুরুল আবছার,  জেলা যুবদলের নব গঠিত কমিটির সাধারন সাধারন সম্পাদক আবু সাদাৎ সায়েম, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি চৌধুরী হারুনুর রশীদ, এটিএন বাংলার প্রতিনিধি পুলক চক্রবর্তী, পাহাড়ের সময় সম্পাদক মিল্টন বড়–য়া, দৈনিক পুর্বদেশ এর রাঙামাটি প্রতিনিধি এম, কামাল উদ্দিন,  চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহম্মদ, সময় টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি হেফাজত উল বারি সবুজ, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আলমগীর মানিক, দীপ্ত টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি শংকর হোড়, দৈনিক গিরিদর্পনের বাবলা দাশ, লিটন শীলসহ  রাঙামাটিতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলা যুবলীগ নেতা নতুন কুমার ত্রিপুরা, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ইফতারের পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যায় যায় দিন পত্রিকাটি সাপ্তাহিক থাকা অবস্থায় মানুষের মন জয় করে নিয়েছে। বর্তমানে পত্রিকাটি পাঠকের মন জয় করে চলেছে। তবে পাঠক মহল পার্বত্য চট্টগ্রামের খবর যেন বেশী করে প্রকাশিত ও প্রচারিত হয় সে জন্য কর্তপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।


ইফতারির পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

মিডিয়া |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions