প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২০ ১১:০৭:৫৬
| আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ ১১:২৮:৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছে বান্দরবান জেলা ফুটবল দল ।
বুধবার সন্ধ্যায় বান্দরবান সদরের পৌর মেয়রের বাসভবনে এক মতবিনিময় সভায় একথা নিশ্চিত করেন বান্দরবান পৌরসভার মেয়র ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী। এসময় মতবিনিময় মোহাম্মদ ইসলাম বেবী জানান, আগামী ১৭ জানুয়ারী (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ এর ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছে বান্দরবান জেলা ফুটবল দল।
১৭ জানুয়ারী বিকাল ৩টায় চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের মাঠে বান্দরবান জেলা ফুটবল দল চট্টগ্রাম ফুটবল একাদশ দলের সাথে প্রতিদ্ধন্ধিতা করবে। মতবিনিময় সভায় এসময় বান্দরবান জেলা ফুটবল দলের জার্সির উন্মোচন করেন মোহাম্মদ ইসলাম বেবীসহ বান্দরবান জেলা ফুটবল দলের কর্মকর্তারা। মতবিনিময় সভা শেষে সাইফ পাওয়ার থেকে সৌজন্যমুলক পাওয়া শীতবস্ত্র (কম্বল) বান্দরবান জেলা ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে বিতরণ করেন আয়োজকরা।
এসময় মতবিনিময় সভায় বান্দরবান পৌরসভার মেয়র ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান জেলা ফুটবল দলের টিম ম্যানেজার মো:নাছির উদ্দিন,সহকারি ম্যানেজার মো:খোরশেদ, প্রধান কোচ অসীম বড়–য়া,সহকারি প্রশিক্ষক মং ওয়াচিং, টিম লিডার ক্যাচিং অংসহ বান্দরবান জেলা ফুটবল দলের খেলোয়াড় ও বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।