সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

রাবিপ্রবি’র উপাচার্যের সাথে উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাক্ষাৎ

প্রকাশঃ ১২ মে, ২০১৮ ১২:৩৪:৫৫ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৫:৫৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর অস্থায়ী প্রধান কার্যালয়ে  উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার সাথে সাক্ষাৎ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মো: মহিউদ্দিন খান ও প্রতিনিধিদল।


প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম প্রধান (পরিকল্পনা) জনাব কাজী মনিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মো: মজিবুর রহমান সরকার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী প্রধান (পরিকল্পনা-৪) জনাব মুহাম্মদ জহুরুল ইসলাম।

উপাচার্য প্রতিনিধিদলের সাথে ‘রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উক্ত বৈঠকে রাবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাসে অবকাঠামো নির্মাণের জন্য মাস্টার প্ল্যান, কনসালটেন্সি ফার্ম নিয়োগ, রিভাইজড ডিপিপিসহ বিশ^বিদ্যালয় প্রকল্পের অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরে প্রতিনিধিদলটি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অস্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন শ্রেণিকক্ষ ও কম্পিউটার ল্যাব এবং বিশ^বিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাননো হয়।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions