শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
বান্দরবানে

২দিন ব্যাপী কারাতে ও জুডো প্রশিক্ষন ক্যাম্প সমাপ্ত

প্রকাশঃ ১১ মে, ২০১৮ ০১:৪৬:২১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১০:২৯:৩৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে শেষ হয়েছে ২দিন ব্যাপী কারাতে ও জুডো প্রশিক্ষন ক্যাম্প। বাংলাদেশ মার্শাল আর্ট স্টারস একাডেমী এবং বান্দরবান কারাতে ক্লাবের যৌথ আয়োজনে শুক্রবার বিকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে এই প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয় ।
প্রশিক্ষনে প্রশিক্ষনার্থীদের কারাতে ও জুডোর বিভিন্ন কৌশল সর্ম্পকে ধারণা দেন প্রশিক্ষকেরা।

দুই দিনব্যাপি এই প্রশিক্ষন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ক্যশৈহা¬। এসময় বাংলাদেশ মার্শাল আর্ট স্টারস একাডেমীর সভাপতি মো:সামশুল আলম ভুইয়া,বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, লামা মহামুনি শিশু সদন এর কারাতে ও জুডো কোর্চ জউপ্রু,বান্দরবান কারাতে ক্লাবের প্রশিক্ষক  উক্যহ্লাসহ কারাতে ও জুডো প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের ক্যম্পে ঢাকার এগার জন এবং বান্দরবানের প্রায় শতাধিক প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণে অংশ নিয়েছে।

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions