বান্দরবানে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মতবিনিময়
প্রকাশঃ ০৯ মে, ২০১৮ ০২:৩১:৪৭
| আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৪৩:৪১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা কাজী কামাল হোসেন এর সভাপতিত্বে এসময় বান্দরবান সিভিল সার্জন অং শৈ প্রু মার্মা, নেজারত ডেপুটি কালেক্টরেট মো: আলী নুর খানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, এবারের জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০১৮ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০লক্ষ শহীদের স্মরণে ৩০লক্ষ চারা সারা বাংলাদেশের বিভিন্ন জেলার বিদ্যালয় ও কলেজগুলোতে বন্টন ও রোপন করা হবে। এসময় জেলা প্রশাসক আরো বলেন, বান্দরবান জেলার ৭টি উপজেলায় ৬হাজার করে মোট ৪২হাজার চারা বিতরণ করা হবে,এছাড়া প্রত্যেক উপজেলায় পাবলিক এবং অন্যান্য প্রতিষ্ঠানের আগ্রহীদের আরো ১৮শ চারা করে বিতরণ করা হবে।
এসময় সভায় বক্তারা আগামী বর্ষা মৌসুমে পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে পাহাড় ধস রোধ করতে বেশি বেশি গাছের চারা লাগানোর আহবান জানান।