শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে প্রথমবারের মতো দূরপাল্লার সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ জুলাই, ২০১৯ ১২:২৩:২৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:৩৬:০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগিতায় ১৬তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
    
মঙ্গলবার সকালে শহরের বরাদম বাজার হতে  সাতারু অংশগ্রহণে সাতার শুরু হয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম (নেভী ক্যাম্প) এসে শেষে হয়। প্রতিযোগীতার ৬ জন নারী ১০ কিলোমিটার ও ৮জন পুরুষ ১৪ কলোমিটার সাঁতারে অংশগ্রহণ করেন।

সাঁতার প্রতিযোগীতার উদ্বোধন করেন নৌ অপারেশন্স শাখার পরিচালক কমডোর এম মাহমুদুল মালেক। প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরন করেন চট্টগ্রাম সিটি কপোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ। প্রতিযোগীতায় নারীদের মধ্যে ১ ঘন্টা ৪৩ মিনিট সময় নিয়ে নৌবাহিনীর সনিয়া আক্তার টুম্পা প্রথম হয়েছেন, ২য় স্থান হয়েছেন সেনাবাহিনীর রুমানা আক্তার ও ৩য় আনসার বাহিনীর মুক্তি আক্তার। আর ছেলেদের মধে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহাম্মেদ ২ ঘন্টা ০৮ মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন, ২য় দ্বিতীয় হয়েছেন পাবনার ইছামতি সুইমিং ক্লাবের  মো. কাজল মিয়া ও তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী।

বিজয়ীরা ভারতের চেন্নাইয়াতে অনুষ্ঠিতব্য দূরপাল্লা ৮০ কিলিমিটার সাঁতার প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে।
 
স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions