রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪
খাগড়াছড়িতে জেএফএ অনুর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

খাগড়াছড়ি ১৪ গোল দিল লক্ষীপুর জেলা দলকে

প্রকাশঃ ১৭ জুনe, ২০১৯ ১০:৩৫:৩৯ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৫:২৪:০২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর উদ্যোগে জেএফএ অনুর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ এর খেলা উদ্বোধন হয়েছে।  

খাগড়াছড়ি জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় জেএফএ অনুর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী)  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত খেলায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ির পৌর মেয়র ও চ্যাম্পিয়নশীপ আঞ্চলিক ভেন্যু কমিটির চেয়ারম্যান  মো: রফিকুল আলম।  এ সময় অতিথি হিসেবে উপস্থত ছিলেন অতিরিক্ত  পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা প্রমূখ।

উদ্বোধনী খেলায় স্বাগতিক খাগড়াছড়ি জেলা মহিলা ফুটবল দল ও লক্ষীপুর জেলা মহিলা ফুটবল দল অংশ গ্রহণ করেন।

উদ্বোধনী খেলায় স্বাগতিক খাগড়াছড়ি জেলা দল লক্ষীপুর জেলা দলকে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে। খাগড়াছড়ি  জেলা দলের মিনি মারমা ডাবল হেট্রিক ৬ গোল এবং এলিথিং ৫ গোল করে।

জেএফএ অনুর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল খেলায় খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, রাঙ্গামাটি, সিলেট ও মৌলভীবাজার জেলা মহিলা ফুটবল দলসহ মোট ৭ টি দল অংশ গ্রহণ করেন।


স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions