রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪
খাগড়াছড়ি জেলা ক্রিকেট লীগের ফাইনাল

ফুটবলের মতো ক্রিকেটের পৃষ্টপোষক খোঁজার উদ্যোগ নেওয়া হবে: শহিদুল ইসলাম

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০১৯ ০৯:১০:১৬ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৯:০৭:০২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে জেলা ক্রিকেট লীগ ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত লীগের ফাইনাল খেলায় খাগড়াছড়ি ক্রিকেট একাডেমীকে ৮৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি একাদশ।
 
ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মো: শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনকে গতিশীল রাখতে ক্রীড়া সংগঠকরা নিরলস শ্রম দিয়ে যাচ্ছে। কিন্তু পৃষ্টপোষকতার অভাবে এই জেলার ফুটবলের সাথে ক্রিকেট অগ্রসর হতে পারছে না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদ ফুটবল টুর্ণামেন্টের জন্য যেভাবে পৃষ্টপোষকতা করছে সেভাবে ক্রিকেটে করা গেলে বিভাগীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলোয়াড় তৈরি করা যাবে।
 
স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions