শুক্রবার | ২২ নভেম্বর, ২০২৪

অর্থের সঠিক ব্যবহার করলে দেশ দারিদ্রমুক্ত হবে : অর্থনীতিবিদ খলীকুজ্জামান

প্রকাশঃ ০৫ ফেব্রুয়ারী, ২০১৯ ১১:১৯:০১ | আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ ০২:১০:৫৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। অর্থের সঠিক ব্যবহার করা হলে দেশ দারিদ্রমুক্ত হবে। সেবা জনগণের কাছে পৌছে দিতে গ্রামকে শহরে পরিণত করতে হবে। তখন দেশে কেউ সুবিধা বঞ্চিত থাকবে না। এজন্য দরকার অর্থের সঠিক ব্যবহার। কথাগুলো বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. খলীকুজ্জামান।

মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে পিকেএসএফের অর্থায়নে বাস্তবায়িত  সম্মৃদ্ধি কর্মসূচি প্রকল্পের কাজ সরেজমিনে দেখতে গিয়ে দিঘিলীবাগ, ডেপ্পোছড়ি এলাকায় সুবিধাভোগী জনগোষ্ঠীর সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। তবে কিছু কিছু এলাকায় মানুষ সুবিধা বঞ্চিত রয়েছে। এজন্য সরকারকে সহযোগীতা করতে হবে। অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় না করে জনকল্যাণে অর্থগুলো ব্যয় করা হলে তবে দেশ থেকে দারিদ্রমুক্ত হবে।

ডেপ্পোছড়ি বিহার মাঠে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পিকেএসএফের উপ ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, সিআইপিডি নির্বাহী পরিচালক জনলাল চাকমা, সিআইপিডি পরিচালনা কমিরি অর্থ সম্পাদক এঞ্জেলা দেওয়ান, সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা।

সমৃদ্ধি কর্মসূচি প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে বিশুদ্ধ পানি সরবরাহ, নিরাপদ লেট্রিন ব্যবহার, বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

অর্থনীতি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions