রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

রাবিপ্রবির উদ্যেগে মহান বিজয় দিবস পালন

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০১৮ ০৮:৫৫:৫৫ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০১:১১:২৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ মহান বিজয় দিবস উপলক্ষ্যে  সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয়ে ও অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং রাঙামাটি’র কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আতœত্যাগ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এরপর শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থলে এবং শহীদ এম. আব্দুল আলী ও শহীদ আব্দুস শুক্কুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও সকাল ৮টায় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ও বিজয়ী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় এবং দুপুরে শিক্ষার্থীদের আবাসিক হলে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions