রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

পার্বত্য তিন জেলায় স্কুল হচ্ছে ভারতীয় অনুদানে

প্রকাশঃ ০৪ ডিসেম্বর, ২০১৮ ০৬:৪৫:১৫ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৯:০৭
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ভারতীয় অনুদানে তিন পার্বত্য জেলায় স্কুল ভবন নির্মিত হচ্ছে। দেশের তিন পার্বত্য জেলার প্রান্তিক এলাকায় উচ্চ ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য ভবন তৈরি করে দেবে ভারত। পাঁচ কোটি ৮৫ লাখ ব্যয়ে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে এ ভবনগুলো তৈরি হবে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাঙামাটির জেলার ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় (এটি হবে এই এলাকায় প্রথম চার তলাবিশিষ্ট একাডেমিক ভবন), বান্দরবানের মাতামুহুরি নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং খাগড়াছড়ির গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণের জন্য সমঝোতা স্মারক সই হয়েছে।

রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র চাকমা,  গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি চাকমা এবং মাতামুহুরি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উ উই চারা ভিক্ষু।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions