কাপ্তাইয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু
প্রকাশঃ ১৮ নভেম্বর, ২০১৮ ০৬:৩৪:২৬
| আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০১:৫১:২২
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলায় ৬টি কেন্দ্রে ৬৩বিদ্যালয় ও ২টি মাদ্রাসার ১২শ ১৫জন শিক্ষার্থীর অংশগ্রহণে রোববার সকালে শান্তিপূর্ণ পরিবেশে মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। তবে প্রাথমিক সমাপনীতে ৫৩জন, আর ইবতেদায়িতে ৬জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী।
এদিকে সকাল ১১টায় পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, ৫ আরই ব্যাটেলিয়নের অধিনায়ক লে কর্ণেল শেখ মাহমুদুল হাসান (পিএসসি), কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা সহ আরও অনেকে।