মাজারে হামলা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ৮দফা দাবি শিক্ষার্থী তানজিনের চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার সড়ক নির্মাণে 'রিফ এন্টারপ্রাইজ'এর অনিয়মের তদন্তের দাবীতে মানববন্ধন সবার জন্য গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব: হাসনাত আবদুল্লাহ
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ক্রীড়া ভিত্তিক সংগঠন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিবার এর সাথে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, হকি, ব্যাডমিন্টন, এ্যাথলেটিকস, জিমন্যাষ্টিক, সাঁতার, খোখো, তায়কোয়ান্দো, উশু, কারাতে,সাইক্লিং,কাবাডি, দাবা, নৌকাবাইচসহ বিভিন্ন ইভেন্ট এর খেলোয়াড়, কোচ, ও সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট (শুক্রবার) বিকেলে বান্দরবান প্রেস ক্লাব এর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্তত দুই শতাধিক খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেন।
সভায় উপস্থিত ক্রীড়া সংশ্লিষ্টগণ আগামি দিনে ক্রীড়াঙ্গনে সবধরনের বৈষম্য দুর করাসহ জেলা ক্রীড়া সংস্থা নিয়ন্ত্রিত সব ইভেন্টের প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম চালু করতে যথাযথ পদক্ষেপ নিতে মতামত ব্যক্ত করেন।
এ ছাড়াও ইভেন্ট অনুযায়ী প্রতিবছর ক্রীড়া মেলা আয়োজনের পক্ষে মত প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি (দ্বি-বার্ষিক) আজহারুল ইসলাম বাবুল আর সঞ্চালনা করেন রাজেশ দাশ।