রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।
বান্দরবানে
জুম থেকে বাড়িতে ফেরার পথে ঝিড়িতে পড়ে ইন্দ্রলাল চাকমা (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু
হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) জেলার
সদরের মেঘলা তালুকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেইচা ৩নং সদর ইউনিয়নের ৪নং ওয়াডের মেঘলা পর্যটন পাড়ার বাসিন্দা লট্যা চাকমার ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত সোমবার(১৯
আগস্ট) সকালে ইন্দ্রলাল চাকমা জুমে কাজ করতে যায়। পরে কাজ শেষে বিকালে বাড়ি ফেরার পথে প্রচন্ড বৃষ্টিতে পানির স্রোতে ঝিড়িতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় ইন্দ্রলাল চাকমা। সকারে স্বজনরা তাকে খোঁজতে গিয়ে ঝিড়িতে তার লাশ দেখতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বান্দরবান ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার
আব্দুর রউফ বলেন, পানির স্রোতে ঝিড়িতে পড়ে এক এক জনের
মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।