মঙ্গলবার | ০৭ জানুয়ারী, ২০২৫

বাঘাইছড়িতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশঃ ১১ অগাস্ট, ২০২৪ ১২:০৭:২৭ | আপডেটঃ ০৬ জানুয়ারী, ২০২৫ ০১:১২:৩১

সিএইচটি টুডে ডট কম,  বাঘাইছড়ি (রাঙামাটি)। বাঘাইছড়ি উপজেলায় উপজেলা সদর পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১১ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টায়  দিকে উপজেলা সদরের পার্শ্ববর্তী গ্রাম হাজীপাড়ায় ঘটনা ঘটে। 

 

নিহত কিশোরের নাম জয়, বয়স ১৫ আনুমানিক। সে ওই এলাকার আইয়ুব আলীর বড় ছেলে। 

 

স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে জয়কে উপজেলা সদর বাজারে ঘুরা ফেরা করতে দেখেন। কয়েকজন তাকে বাসায় চলে যেতে বলেন। পরে সেখান থেকে ফিরে তার ভাই সহ উপজেলা সদর বাজারের পাশে পুকুরে গোসল করেন, এবং বড় ভাই আগে গোসল শেষ করে বাসায় চলে আসেন। তার কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন গোসল করতে গিয়ে দেখে সে পানিতে ডুবে আছে। পরে স্বজনেরা এবং স্থানীয়রা মিলে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন। 

 

এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, সে জন্মগত ভাবে প্রতিবন্ধী।  এছাড়া সে সাঁতার জানতো না বলে জানা যায়।

 

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য সিদ্ধান্ত নেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions