সোমবার | ২৩ সেপ্টেম্বর, ২০২৪

কাউখালী‌তে সম্প্রী‌তি বজায় রাখ‌তে মঠ ম‌ন্দির পাহাড়া দি‌চ্ছে ছাত্রদল

প্রকাশঃ ০৯ অগাস্ট, ২০২৪ ০৫:৫১:৫৪ | আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৩৬:২১

মেহেদী হাসান সোহাগ, সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টার রুখে দিতে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে কাউখালী উপজেলা  ছাত্রদলের নেতৃবৃন্দ। ক্ষ্যে কাউখালী উপজেলার কাউখালী শ্রী শ্রী গীতা মন্দির, ঘাগড়া বাজার মন্দিরসহ কাউখালীতে যেসব ন্দির য়েছে সেখানে যেন দৃবৃত্তরা কোন ধরনের নাশকতা করতে না পারে এজন্য নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক অবস্থান করছে ছাত্রদল নেতৃবৃন্দ।


কাউখালী উপজেলা ছাত্রদলের নেতৃত্বে, যুগ্ম আহ্বায়ক ফিরুজ মাহমুদ, সদস্য মোঃ পারভেজ মোশারফ,ঘাগড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আল-আমীন, সাধারণ সম্পাদক মাসুদ, সহ- সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন, ইয়াসিন আরাফাত সহ ছাত্রদল  প্রতিনিধিবৃন্দ।

 

ছাত্রদল নেতৃবৃন্দ  বলছেন,সম্প্রীতির শহর কাউখালীতে  কেউ বিনষ্ট করার অপচেষ্টা চালালে ছাত্রদল তা রুখে দিবে।বাংলাদেশে দীর্ঘদিন চলা স্বৈরাচারের শাসনের পেতাত্মারা এখনও বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন সম্পদ ধ্বংস করেছে, বিভিন্ন উপাসনালয়, মন্দিরে আক্রমণ করেছে।


ছাত্রদলের  অভিভাবক তারেক রহমান  কাউখালী উপজেলা বিএনপি আমাদের নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মের লোকের ওপরে যেন আওয়ামী পেতাত্মারা আর আক্রমণ করতে না পারে সে জন্য পাহারা দিতে হবে। তাদের প্রতিষ্ঠানগুলো পাহারার সাথে সাথে আমরা তাদেরকে গিয়ে আশ্বস্ত করে এসেছি, আমরা ছাত্রদলের নেতাকর্মীরা থাকতে তাতের কেউ আক্রমণ করতে পারবে না।


 মন্দির পরিচালনা কমিটির  সকল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ছাত্রদলের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions