রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার হিন্দু ধমার্বলম্বীদের ধমীর্য় উপসনালয় ও দেব—দেবীর মন্দির পাহাড়া দিচ্ছে স্থানীয় বিএনপি'র লোকজন।
০৭ আগষ্ট বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় মহালছড়ি দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে উপজেলা বিএনপি’র লোকজন মন্দিরের নিরাপত্তা দিতে পাহাড়ার দায়িত্ব পালন।
এ সময় তাদের সাথে কথা বলে জানা যায় মহালছড়ি উপজেলা বিএনপি’র নীতি নিধার্রকদের সিদ্ধান্ত মোতাবেক মহালছড়ি উপজেলায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ সময় তারা আরো জানান উপজেলার মাইসছড়ি ইউনিয়নেও হিন্দু ধমীর্য় মন্দির ও উপসনালয়ে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।