বুধবার | ২২ জানুয়ারী, ২০২৫

বান্দরবানের রুমাতে যৌথবাহিনীর অভিযান, একজনের লাশ উদ্ধার

প্রকাশঃ ১২ জুনe, ২০২৪ ১১:২২:৫৫ | আপডেটঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৩:০৯:১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুন) বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন দূর্গম পাহাড়ে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

পরে বিকেলে যৌথবাহিনীর সদস্যরা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের জুরভাং পাড়া থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে।

স্থানীয় সুত্রে জানা যায় লাশটি পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্য’র হতে পারে।
এদিকে বুধবার (১২ জুন) সকালে রুমা থেকে লাশটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে রুমা থানা পুলিশের একটি টিম।

এই বিষয়ে জানার জন্য রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজাহানকে কয়েকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে বান্দরবানের অতিরিক্তি পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, রুমা উপজেলা থেকে অজ্ঞাতনামা একটি লাশ যৌথবাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং এই লাশের নাম পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে ।

অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী আরো জানান, বান্দরবানের রুমা ও থানচি ব্যাংক ডাকাতির পরে যৌথবাহিনীর অভিযান শুরু হয়ে এখনো চলমান রয়েছে এবং এই পর্যন্ত ২১টি মামলায় বান্দরবানের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯৬জনকে গ্রেফতার করা হয়েছে আর কেএনএফ সন্দিগ্ধ লাশের সংখ্যা ১২টি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions