প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০২:৫৫:৪৬
| আপডেটঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ১২:৫১:৩৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামার সরই ইউনিয়ন থেকে অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে সরই ইউনিয়নের বমু খালের দুর্গম এলাকা থেকে তাদেরকে যৌথবাহিনী উদ্ধার করে।
উদ্ধারকৃতরা হলে একজন খামার মালিক মো.আমিন(৩৫), খামার মালিকের ছেলে মো. সাকিব (১৪), শ্রমিক আলেক্স জোহার(৩৫) , মো. শফি আলম(৩২), মো জাবেদ(২৬), আসাদ (১৮), মো. আবু হানিফ(২১)।
লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.আতিকুর রহমান জানান, অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার কারণে সশস্ত্র সন্ত্রাসীরা অপহৃতদের বমুখালের পাশে গভীর জঙ্গলে ফেলে চলে যায়। উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ আছে তবে খুবই ক্লান্ত । উদ্ধারকৃত শ্রমিকদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।
প্রসঙ্গত: গত ১৪ জানুয়ারী গভীর রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকায় সশস্ত্র সন্ত্রাসীর কিছু সদস্য তামাকের খামার বাড়িতে যায় এবং ৩টি খামার বাড়ি থেকে ৭জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় । এদিকে অপহরণের সংবাদ পাওয়ার পরপরই তাদের উদ্ধারে নামে যৌথবাহিনীর সদস্যরা।