প্রকাশঃ ১৮ মে, ২০২৪ ০২:৩৩:৪৭
| আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৬:৫৬:১৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে নবনির্মিত থেরাবাদ বুদ্ধিষ্ট একাডেমীর ভবনের উদ্বোধন ও পান্ডিচা সীমা জাদি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) সকালে বান্দরবান সদরের পারাহিতা বৌদ্ধ বিহার প্রাঙ্গনে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত থেরাবাদ বুদ্ধিষ্ট একাডেমীর ভবনের উদ্বোধন ও পান্ডিচা সীমা জাদি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন ও জাদির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ৩০০নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, সহকারী প্রকৌশলী লেনিন চাকমা, সদস্য ক্যসাপ্রু, পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বান্দরবানের ট্রাস্টি হ্লাথোয়াই হ্রী মারমা সহ বিভিন্ন বিহারের দায়ক-দায়িকারা।
এসময় উৎসর্গ, পঞ্চশীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞ্ঞানন্দ মহাথের, লংগদু পুর্ণবাসন পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ঞানুত্তারা মহাথের, বাঘমারা পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সমা মহাথের, নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত খেমাচারা মহাথের, জ্ঞানরতœ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত সত্যজিৎ মহাথের, পারাহিতা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ তিক্ষিন্দ্রিয় থের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।