নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী বাবুল দাশ বাবুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী উপজেলার বগাচতর ও আটারকছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ করা হয়েছে। এসময় এলাকাবাসীর কাছে নির্বাচনী ইশতেহার পৌঁছে দিয়ে স্মার্ট উপজেলা বিনির্মানে প্রতিশ্রুতি দিয়ে আনারস মার্কায় ভোট চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু ও তার সমর্থকগণ।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত জনতার মাঝে অসাম্প্রদায়িক চেতনায় ও উন্নয়নের স্বার্থে এবং অসহায় দরিদ্র মেহনতী মানুষের সুখে দুঃখে পাশে থাকার সুযোগ করে দেয়ার জন্য প্রথমবারের মতো বাবুল দাশ বাবুকে চেয়ারম্যান নির্বাচিত করতে স্মার্ট ও উন্নত উপজেলা গড়ার লক্ষ্যে ২৯ মে আনারস প্রতীকে ভোট দিয়ে বাবুল দাশ বাবুকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, সহ সভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু ও সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, বগাচতর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক লিটন মিয়া দুলাল, বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর এবং সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ, আটারকছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মো. চান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আনিস ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন খান ও সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, বগাচতর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহেল প্রমুখ।
শেষে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল দাশ বাবু বগাচতর ও আটারকছড়াবাসীর সকল দুর্ভোগ ও সমস্যা দূর করার জন্য তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার বিনীত আহ্বান করেন।