নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) আজ সকাল ১১ টায় " ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক এক আলোচনা সভা জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এসময় পুলিশ সুপার মীর আবু তোহিদসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বক্তারা বলেন- আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।