শুক্রবার | ২৭ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

প্রকাশঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৩:৩১:১৯ | আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ০১:২৯:৩৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার  (১৭ এপ্রিল) আজ সকাল ১১ টায় " ঐতিহাসিক মুজিব নগর দিবস বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক  এক আলোচনা সভা জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়


রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এসময় পুলিশ সুপার মীর আবু তোহিদসহ বীর মুক্তিযোদ্ধা,  প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বক্তারা বলেন- আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions