রবিবার | ১০ নভেম্বর, ২০২৪
বান্দরবান

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন পুলিশ ক্রিকেট দল

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৪৯:১২ | আপডেটঃ ০৭ নভেম্বর, ২০২৪ ১১:০৪:১৮

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে বান্দরবান সেনা রিজিয়ন মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা বিভাগকে রানে হারিয়ে জয়লাভ করেন বান্দরবান জেলা পুলিশ দল             

এদিকে খেলায় প্রথমে ব্যাটিং নামে বান্দরবান জেলা পুলিশ দল। এসময় ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০০ রান করেন পুলিশের টিম। পরে বিপক্ষ দল জেলা প্রাথমিক দল ২০১ রানের টার্গেট জুটি বেধে দেন পুলিশ বিভাগ। পরবর্তীতে বিপক্ষ দলকে জবাব দিতে ব্যাটিংয়ে নামেন জেলা প্রাথমিক বিভাগ দল। খেলার প্রথম দিকে চার ছক্কা মেরে ভালো রান করলেও খেলার শেষের দিকে উইকেট টেনে নেন পুলিশ দল। তিন ওভারের তিনটি উইকেট নিয়ে দলকে উৎসাহ বাড়িয়ে তুলেন জেলা পুলিশ দলের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী

অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ দলটি খেলার শুরুতে ভালো রান করলেও শেষ মুহুর্তে এসে ভালে রান করতে  পারেনি ফলে ১৮ ওভারে আউট হয়ে যান প্রাথমিক শিক্ষা দলের তাঞ্জিল হোসেন। এরপরই রান না পেয়ে একের পর এক উইকেট হারান দলটি। সবশেষে উইকেটে ১৯ ওভারে রানের জন্য পুলিশ দলের কাছে হেরে যান জেলা প্রাথমিক শিক্ষা দল।   

 

 ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০নং আসনের সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং। এসময় তিনি বলেন, শরীর সুস্থ্য রাখতে ছেলে-মেয়েদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। এই ধরণের একটি টুর্ণামেন্টের আয়োজন করায় বান্দরবান সেনা রিজিয়নকে ধন্যবাদ জানান এবং ছেলে-মেয়েদের ক্রীড়ামুখী করতে সমাজের বিত্তবানদের এগিয়ে এসে ধরনের খেলার ধুলার আয়োজন আর্থিকভাবে সহযোগিতার করার আহ্বান    জানান তিনি। 

 

খেলা শেষে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হন জেলা পুলিশের টিম। খেলায় ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট প্রাথমিক শিক্ষা দলের তাঞ্জিল হোসেন জেলা পুলিশের দলের ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে আলী হাসান নির্বাচিত হন। পরে চ্যাম্পিয়নদের হাতে পুরষ্কার নগদ অর্থ তুলে দেন অতিথিরা

খেলায় ৬৯ পদাতিক বান্দরবান সেনা রিজিয়নে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জোনের কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি, পৌরসভা মেয়র সামসুল ইসলাম , উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদারসহ বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

উল্লেখ্য, বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে আয়োজিত রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট গত ২ফেব্রুয়ারী উদ্বোধন করা হয় এবং  এবারের টুর্নামেন্টে অংশ নেয় জেলার ১২টি    ক্রিকেট  দল

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions