বৃহস্পতিবার | ০৫ ডিসেম্বর, ২০২৪

জুরাছড়িতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও"ফ্রী মেডিকেল ক্যাম্প"

প্রকাশঃ ০৬ নভেম্বর, ২০২৪ ০৪:২৯:২৫ | আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৭:২০:৪৭

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। পার্বত্য রাঙামাটি - খাগড়াছড়ি জেলায় পাহাড়ি বাঙালি  সম্প্রতি নষ্ট করার জন্য পেশী সরকারের দোসরা গভীর ষড়যন্ত্র করছে। তাদের প্রতিরোধ করতে সামাজিক ভাবে গন আন্দোলন গড়ে তুলতে হবে।


জুরাছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম একথা বলেন।


তিনি অভিযোগ করেন, সম্প্রতি রাঙামাটি খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংঘটিত ঘটনার মূল হোতা ১৫ বছর লুটপাট কারী পেশী সরকারে ফ্রেট আত্মা দোষরা।

জুরাছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিক্যাল ক্যাম্প আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (০৬ নভেম্বর) সকালে  জেলা পরিষদের বিশ্রামাগারের ফটকে ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ মোঃ সায়েম।


আলোচনা সভায় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আশুগোপাল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ মোঃ সায়েম, বিশেষ অতিথি জেলা  যুব দলের তথ্য প্রচার সম্পাদক কামল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা,  যুগ্ন সাধারণ সম্পাদক বিরানন্দ চাকমা, যুগ্ন আহ্বায়ক রাজেশ চাকমাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সময় স্বাগত বক্তব্য রাখেন মহিলা দলের সভাপতি সুমিতা চাকমা, কৃষক দলের সাধারণ সম্পাদক সুব্রত চাকমা, সুশান্ত চাকমা প্রমূখ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions