প্রকাশঃ ০৭ নভেম্বর, ২০২৪ ০৭:৫০:৪২
| আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৯:১৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা করেছে বিএনপি। বিকাল ৪টায় রাঙামাটি পৌরসভা থেকে র্যালীটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শুরুর আগে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাৎ সায়েমসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান।