কাপ্তাই বিজিবির উদ্যোগে জুরাছড়ির দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে ৮৪জন মিয়ানমার নাগরিককে পুশব্যক ৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত এ প্রজ্ঞাপন বাতিল করা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি রাঙামাটিতে সুজনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কাউখালী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়সভা
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি)।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাক্তার একেএম আব্দুল হামিদ এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. নুরুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল হিমেল মিয়া বলেন, শুধু শহর কিংবা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাই বড় বড় অফিসার হয়না। অজপাড়া গাঁ থেকে শুরু করে পাহাড়ি জনপদ পেড়িয়ে শতশত শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন স্থানে ও পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। তাই এ যাত্রায় তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নীতি নৈতিকতার সাথে শিক্ষকদের দেখানো পথ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিদায় বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আক্তারুজ্জামান এবং অভিভাবক ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অন্যান্যরা।
এসময় লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক ওসমান গণি সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষার্ধে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন অতিথিগণ।
পরে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. নুরুন্নবীর মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।