সোমবার | ২১ অক্টোবর, ২০২৪

কাপ্তাইয়ে দীপংকর তালুকদারের প্রচারনা ও গনসংযোগ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৩ ০৫:২৭:২৩ | আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ ০৪:৫৩:৪১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন দূর্গম প্রত্যন্ত পাহাড়ী এলাকায় পথসভা, মতবিনিময় গনসংযোগ করেছেন রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি


দীপংকর তালুকদার শুক্রবার সকাল থেকে  কাপ্তাই উপজেলার চন্রঘোনা, রাইখালী, ডংনালা, কারিগরপাড়া, খন্তাকাটা, রিফিউজি পাড়া, রাইখালী ইউনিয়ন পরিষদ এলাকাসহ  বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গনসংযোগ করেন


পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই জানিয়ে দীপংকর তালুকদার বলেন, শান্তি চুক্তি বাস্তবায়নে উভয় পক্ষের মধ্যে আস্থা বিশ্বাস স্থাপন এবং দূরত্ব কমাতে হবে তবেই শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব তিনি বলেন, শান্তি চুক্তির মূল উদ্দেশ্যই ছিলো পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপন করা, সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করা অস্থিরতা কমানো এবং এলাকার উন্নয়ন করা শান্তি চুক্তির ফলে এসব সম্ভব হয়েছে সুতরাং চুক্তির বাকী ধারাগুলোও ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের সকল জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এক্যবদ্ধ হয়ে একযোগ কাজ করতে হবে


তিনি পাহাড়ের শান্তি চুক্তি এগিয়ে নিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটসহ এলাকার বিভিন্ন উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান


সর্বশেষ তিনি আবারো পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন শান্তি চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই জানিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী জানুয়ারি ভোট প্রর্থনা করেন


এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের  সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ সভাপতি  অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো: মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো: শামসুল আলম, যুবলীগ সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল,যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো: শাহজাহান,  জেলা  বঙ্গবন্ধু পরিষদের সাধারন সস্পাদক এড. তোষণ চাকমা প্রমুখ

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions
Error
Whoops, looks like something went wrong.