নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে পরিবেশ বিধ্বংসী অবৈধ ইট ভাটায় অভিযানে চুল্লী গুড়িয়ে দিয়ে জরিমানা করা হয়েছে।
উপজেলায় অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে মো. শাহাজাহান নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট নামকস্থানে অবস্থিত এইচ এম শাহজাহান ব্রিকস্ নামক ইট প্রস্তুতকারী একটি ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লংগদু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন লংগদু থানা এসআই কামরুল সহ পুলিশের একটি দল এবং ইট ভাটার কর্মীরা।
এবিষয়ে লংগদু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, যারা লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করছে জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান চালানো হচ্ছে। এইচএম শাহজাহান ব্রিকসে বৈধ লাইসেন্স না থাকায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কোন অনুমোদন ছাড়াই ইটভাটা তৈরী করে ইট পোড়ানো কাজ করে যাচ্ছে। এতে বনের কাঠ জালিয়ে ইট পোড়ানো হচ্ছে। এতে কোন নিয়মনীতি তোয়াক্কা করা হয়নি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন- ২০১৩ অনুযায়ী ইটভাটার মালিককে নগদ ১ লক্ষ টাকা জরিমানা এবং ইটভাটার চুল্লী ধবংস করা হয়। এছাড়াও উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা।
প্রসঙ্গত, গত বুধবার (২৯ নভেম্বর) দুপুরে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের বামেছড়া এলাকায় নাছির উদ্দিন নামে এক ব্যক্তির অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।