প্রকাশঃ ০৬ নভেম্বর, ২০২৩ ০৬:০২:২১
| আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩৪:০৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোবিনুল ইসলাম রোহান (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
৬ নভেম্বর (সোমবার) দুপুরে এই ঘটনা ঘটে।
মৃত শিক্ষার্থী লামা উপজেলার চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ও লামা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড নারকাটা ঝিড়ি এলাকার মো.আব্দুল হাকিমের ছেলে।
লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.রফিক পরিবারের সদস্যদের বরাতে জানান, মোবিনুল ইসলাম রোহানসহ পাড়ার দুয়েকজন মিলে দুপুরে টাংকি পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় রোহান হঠাৎ পানিতে তলিয়ে যায়, পরে ঘটনাটি জানাজানি হলে বেলা আড়াইটায় রোহানের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
নিহতের বাবা আব্দুল হাকিম বলেন, স্কুল ছুটির পরে রোহান বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। কিছুক্ষণ পরে নদীতে তার লাশ ভেসে উঠে।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে ,এই বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।