শুক্রবার | ০৩ জানুয়ারী, ২০২৫

নানা আয়োজনে রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:২৯:০৯ | আপডেটঃ ০২ জানুয়ারী, ২০২৫ ১১:১১:০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও ৪দিন ব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

রাঙামাটি আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদার এমপি জিমনেসিয়াম মাঠে চার দিনব্যাপি পর্যটন মেলার উদ্বোধন করেন এরপর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম (যুগ্ম সচিব), জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক আহবায়ক নিউচিং মারমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: শিবলী নোমান, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ইউনিট ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রমুখ।

এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। পাহাড়ের এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এবং পার্বত্য এলাকাকে আধুনিক পর্যটন নগরীতে পরিনত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হলে পর্যটন শহর অনেকাংশে পাল্টে যাবে।

সভায় পর্যটন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা।

কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে পর্যটন মেলায় অর্ধশতাধিক স্টলে স্থানীয় বস্ত্র কারুশিল্প ও ঐতিহ্যবাহী খাবার সামগ্রী মেলার স্টলে প্রদর্শিত হচ্ছে। পর্যটন মেলা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions