শুক্রবার | ১০ জানুয়ারী, ২০২৫
বান্দরবানে শেষ হলো ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের বিতর্ক উৎসব

শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে হবে : বীর বাহাদুর এমপি

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০১৮ ০৮:০২:১৯ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০১:৩৬:১২

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে হবে, সুন্দর জীবন গঠনের শিক্ষার্থীদের বাহ্যিক জ্ঞান অর্জন করতে হবে। এসময় পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, পাঠ্য বইয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে বাহ্যিক জ্ঞান অর্জনে সচেষ্ট হতে হবে। শিক্ষা মানুষের পরম বন্ধু, একজন মানুষ সুন্দর ভাবে তার জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। এসময় পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, শুধু শিক্ষিত হলে হবে না, সুশিক্ষিত হতে হবে। শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকার নারীর ক্ষমতায়নের ও নারী উদ্যোক্তা সৃষ্টিতে অত্যন্ত আন্তরিক বলেই আজ বাংলাদেশের আমাদের মা বোনেরা সুশিক্ষিত হচ্ছে। একমাত্র আওয়ামীলীগ সরকারেই বিনামূল্যে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিচ্ছে তা অতীতে কোন সরকারে পারেনি।

“যুক্তির আলোয় শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক” এই স্লোগানকে সামনে রেখে- বান্দরবানে শেষ হয়েছে বান্দরবান ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের বিতর্ক উৎসব ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের মিলানায়তনে বিতর্ক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের সভাপতি আহসানুল আলম রুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সামশুল ইসলাম, বান্দরবান ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের সাধারণ সম্পাদক এনএ জাকির, সদস্য ইমরান উদ্দিন বাবু, শিমুল দাশ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আরিফ, মোঃ মোবিনুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ  সহ প্রশাসনের উধর্তন কর্মকর্তারা।
বিতর্ক প্রতিযোগীতায় সিনিয়র গ্রুপে বান্দরবান সরকারি কলেজ কে হারিয়ে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিজয়ী হয়। জুনিয়র গ্রুপে লামা সরকারি উচ্চ বিদ্যালয় কে হারিয়ে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
পরে অতিথিবৃন্দরা বির্তক প্রতিযোগীতায় অংশ গ্রহন কারী বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। সিনিয়র গ্রুপে সেরা বক্তা নির্বাচিত হয় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রী ব্যাপ্তি চাকমা ও জুনিয়র গ্রুপে সেরা বক্তা নির্বাচিত হয় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অর্পিতা বড়–য়া।
এবারের প্রতিযোগিতায় জেলার ৪টি কলেজ এবং ১৪টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করেছে।


শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions