রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪
খাগড়াছড়িতে

সাংবাদিকদের সাথে রিজিয়ন অধিনায়ক এর মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশঃ ০৭ অক্টোবর, ২০১৮ ০৪:৪৭:০০ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০১:০৭:২০
সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণকে জিম্মি করে যারা অপরাজনীতি ও উন্নয়নকে ব্যাহত করছে তাদের কোন ভাবে ছাড় দেয়া হবে। তাদের রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।

রোববার সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে যারা সমতলে গিয়ে মানব দরদী দেখাচ্ছে তাদের সর্তক করে রাষ্ট্র ও সংবিধানের প্রতি অনুগত পোষণের আহ্বান জানান তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে রিজিয়ন স্টাফ অফিসার মেজর মো: রফিক, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়–য়া ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে অনুদানের অর্থ এবং সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।

মিডিয়া |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions