শুক্রবার | ০৩ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশঃ ০২ জুনe, ২০২৩ ০৬:৩১:২৮ | আপডেটঃ ০৩ জানুয়ারী, ২০২৫ ০২:৩৪:৪০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, সবার আগে আগামী প্রজন্মকে সঠিক নির্দেশনায় গড়ে তুলতে হবে। আজকে যারা শিশু কিশোর তাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। তাই আজকের শিশু কিশোর মন মানসিকতাকে যেমন উন্নত করতে হবে, তেমনি তাদের অধিকার সম্পর্কে সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সম্মক ধারণা থাকে হবে

 

রাঙামাটিতে কিশোরদের নিয়ে আয়োজিত তিনদিনের কর্মশালার সমাপনী অধিবেধনের এমন মন্তব্য করেন অতিথিবৃন্দ। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইয়েস বিডি আয়োজনে এনসিটিএফ সদস্যদের অংশগ্রহণে ওয়াই মুভস প্রকল্পের আওতায় শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য   শিশু সুরক্ষা বিষয়ে ৩দিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে ছিল কর্মশালার সমাপনী অনুষ্ঠান

 

রাঙামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন' সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ রাঙামাটির সভাপতি সুমাইয়া আক্তার স্নেহা

 

অনুষ্ঠানে জেলা ভলান্টিয়ার জয়ন্তি ত্রিপুরাসহ প্রশিক্ষণে অংশ নেওয়া  এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন

 

ওয়াই মুভ্স প্রকল্পের আওতায় এনসিটিএফ রাঙামাটি জেলা শাখার সদস্যদের অংশগ্রহণে এবং ইয়েস বাংলাদেশ এর আয়োজনে তিনদিনের এই প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার শুরু হয়

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions