নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়িতে ঘূর্ণিঝড় মোখা,র ক্ষয়ক্ষতি হ্রাসে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ মে শনিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি সহকারী কমিশনার ভূমি, পৌরসভার মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন, পৌর কাউন্সিল ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা সব সরকারি স্কুল কলেজকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে এছাড়াও পৌরসভার পক্ষ থেকে ৯ ওয়ার্ডে আলাদা কমিটি করে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং সহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এছাড়া উপজেলার রেডক্রিসেন্ট সদস্যদের মাঝে হ্যান্ড মাইক ও বিভিন্ন উদ্ধার সরঞ্জাম প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার উপস্থিত সবাইকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।