প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০২:২৩:৫৩
| আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৬:২০:১৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জমতে শুরু করেছে চার বছর মেয়াদী রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নির্বাচন কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। নির্বাচনে মোট ভোটার ৭২ জন, আর নির্বাচনে ২৭টি পদে বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন প্রার্থী। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনে (২টি পদ) প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সেখানে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। বাকি ৪১জন নির্বাচন করবেন। নির্বাচনটি দলীয় না হলেও বিভিন্ন দলের সমর্থিত ব্যাক্তিরা প্রার্থী হয়েছেন।
জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনী তফসিল অনুযায়ী আজ ছিল প্রতীক বরাদ্দ ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ১৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৮ সেপ্টেম্বর চুড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে আজ প্রতীক পেয়ে অনেকেই নির্বাচনে নেমে পড়েছেন, ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে। তবে ভোটারের চার ভাগের তিন ভাগ প্রার্থী হওয়ায় চলছে নানা জলপনা কল্পনা।
নির্বাচনে সহ সভাপতি পদ ৪টি, সাধারণ সম্পাদক ১টি, অতিরিক্ত সাধারন সম্পাদক পদ ১টি, যুগ্ন সাধারণ সম্পাদক পদ ২টি, কোষাধ্যক্ষ পদ ১টি, নির্বাহী সদস্য পদ ১৪টি, নির্বাহী সদস্য (সংরক্ষিত) পদ ২টি এবং মহিলা সদস্য পদ ২টি।
সহ সভাপতির ৪ পদের বিপরীতে নির্বাচন করছেন ৭জন, তারা হলেন--
আকবর হোসেন চৌধুরী (ফুটবল), বরুন বিকাশ দেওয়ান (আনারস), সুনীল কান্তি দে (পদ্ম ফুল),এ্যাডঃ মামুনুর রশিদ মামুন (বই), মঈন উদ্দীন সেলিম (হাঁস), মো. শাহ আলম (মাছ) এবং প্রীতম রায় হিরো (মোমবাতি)।
সাধারণ সম্পাদক ১ পদের বিপরীতে নির্বাচন করছেন ৩জন, তারা হলেন
শফিউল আজম (দোয়াত কলম), কিংশুক চাকমা (দেওয়াল ঘড়ি) ও আবদুল মামুন (হারিকেন) ।
অতিরিক্ত সাধারণ সম্পাদক ১ পদের বিপরীতে ২জন, তারা হলেন
মনোজ কুমার ত্রিপুরা (গোলাপ ফুল), নিভানন চাকমা (জাহাজ)।
যুগ্ন সম্পাদক ২পদের বিপরীতে ৩জন, তারা হলেন.
মিথুল দেওয়ান (কবুতর), শেখর সেন (আম) ও আবদুস সবুর (ছাতা)।
কোষাধ্যক্ষ ১ পদের বিপরীতে ২জন, তারা হলেন :
রীজেশ বড়ুয়া রুমেল (চেয়ার) ও মনিরুল ইসলাম (হরিণ)।
নির্বাহী সদস্য ১৪টি বিপরীতে ১৯জন প্রতিন্দ্বন্দ্বিতা করছেন, তারা হলেন,
জয়জিৎ খীসা নতুন (ঘোড়া), বেনু দত্ত (সিংহ), আবু তৈয়ব (প্রজাপতি), আশীষ কুমার চাকমা নব ( ডাব), তৌহিদুল আলম মামুন (বাস), সাইফুল ইসলাম রাশেদ (টেলিভিশন), প্রদীপ বড়–য়া (বৈদ্যুতিক পাখা), আহম্মেদ হুমায়ুন কবির (হাত পাখা), ঝিনুক ত্রিপুরা (কাপ-পিরিচ), তাপস কুমার চাকমা (বালতি), রনেল চাকমা ( মোরগ), আহম্মদ ফজলুর রশিদ সেলিম ( উড়োজাহাজ), মো. রমজান আলী (তরবারি), ওয়াহিদুল আলম (মোবাইল ফোন), নুরুল মোস্তফা মিনার (মই), নাছির উদ্দিন সোহেল (চশমা), মো. শাহ আলম (টেবিল), ফারুক আহমদ তালুকদার বিপু (বাই সাইকেল) ও ইন্দ্র দত্ত তালুকদার (তরমুজ)।
উপজেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত ২টি পদে প্রার্থী ৫জন , তারা হলেন;
ঝিল্লোল মজুমদার (ইস্ত্রি), মোস্তফা কামাল (টেলিফোন), দীপেন দেওয়ান টিটু (কাঁঠাল), বিদর্শন বড়ুয়া (সেলাই মেশিন) ও সুদর্শন বড়ুয়া (করাত)।
সংরক্ষিত মহিলা ২টি আসনে দুজন মনোনয়ন নেয়ায় সেখানে নির্বাচন হচ্ছে না
যারা নির্বাচিত হতে যাচ্ছেন তারা হলেন-বীণা প্রভা চাকমা ও মনোয়ারা বেগম।