নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। " অর্ন্তভুক্তিমুলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ : প্রবেশগম্য ও সমতা ভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ৩১তম আন্তর্জাতিক এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান।
এসময় সভায় সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মিল্টন মহুুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার,প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের কনসালটেন্ট ডা.ইয়াছির আরাফাত, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলামসহ সরকারী বেসরকারী বিভিন্ন উর্ধতন কর্মকর্তা এবং প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন , প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের বিভিন্ন সহায়তার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। সভা শেষে ৪জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান দেয়া হয়।