প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০২২ ০২:৩৭:৪৭
| আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৭:৩৯:৫৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ সম্প্রীতির বন্ধন অটুট রাখি, সমৃদ্ধ বান্দরবান গড়ি” সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ২৪ পদাতিক ডিভিশনের ৬৯পদাতিক ব্রিগেডের অধীনে বান্দরবান সেনা জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বান্দরবান জেলায় বসবাসরত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা করা হয়।
২রা ডিসেম্বর এই দিনে ১৯৯৭সালে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই দিনকে স্মরণ করে ২৫তম শান্তিচুক্তি বর্ষ উদযাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে স্মরণ করা হচ্ছে।
এই ধারাবাহিকতায় বান্দরবান জোনের অধীনস্থ বান্দরবান ও রোয়াংছড়ি উপজেলায় ১৪টি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কর্তৃক ক্যাম্পের আওতাধীন গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সর্বমোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়, ভবিষ্যতেও জোনের তত্বাবধানে এই ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।