ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজি মজিবর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
পার্বত্য চট্টগ্রামের ৩৬ হাজার বাঙ্গালির হত্যাকারী হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার বিচার দাবী করে বক্তারা বলেন, দেশদ্রোহীতার দায়ে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠীদের বিচারের আওতায় আনা দরকার। পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিতর্কিত ধারা সংশোধনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।