দেশদ্রোহিতার দায়ে সন্তু লারমার বিচার দাবি

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০২২ ০৩:৪২:১১ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০১:৩৬:৩২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাংঘর্ষিক বৈষম্যমূলক ধারা সংশোধনের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে সংগঠনের কেন্দ্রীয় কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজি মজিবর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। 

 

পার্বত্য চট্টগ্রামের ৩৬ হাজার বাঙ্গালির হত্যাকারী হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার বিচার দাবী করে বক্তারা বলেন, দেশদ্রোহীতার দায়ে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠীদের বিচারের আওতায় আনা দরকার। পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিতর্কিত ধারা সংশোধনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে