রবিবার | ০৮ ডিসেম্বর, ২০২৪

নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৭:৩৯:০৫ | আপডেটঃ ০৮ ডিসেম্বর, ২০২৪ ০৭:৪৬:৩২

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক, আইনশৃঙ্খলা স্থিতিশীলতাকে অর্থনীতির চাঙ্গাভাব এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা . .. খালিদ হোসেন। 


 তিনি বলেন,গোলমালের ভেতরে নির্বাচন হতে পারে না। তবে ধীরে ধীরে দেশের অবস্থা উন্নতি হচ্ছে। অর্থনৈতিক অবস্থা উন্নতি হলে জাতীয় নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা নিজের মুখে ঘোষণা দেবেন।


মঙ্গলবার (২৬ নভেম্বর) রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় শায়খ জমির উদ্দিন আল ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা শিক্ষা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বেতবুনিয়ায় শায়খ জমির উদ্দিন আল ইসলামী বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।  এর আগে ধর্ম উপদেষ্টা শায়খ জমির উদ্দিন আল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিভাগ ঘুরে দেখেন।


শান্তিপূর্নভাবে দায়িত্ব হস্তান্তর করার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা আরো বলেন, প্রথম বহু বছর পর জনগন নিজের ভোট নিজে দিতে পারবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিধিমত ভোট হবে। একজনের ভোট আরেকজন কেটে নেওয়ার অনুশীলন আমরা বন্ধ করে দেবো।  নির্বাচন জনগণ যাদের মনোনীত করবেন আমরা নির্দ্বিধায় তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করবো।


দূর্ণীতি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই উল্লেখ তিনি বলেন, যেসব স্থানে মডেল মসজিদে অনিয়ম নির্মাণত্রæতি রয়েছে সেইসব দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি বিভিন্ন উন্নয়ন সহায়তারও প্রতিশ্রুতি দেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions