নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। ""মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার" "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" -প্রতিপাদ্যকে নিয়ে লংগদু থানার আয়োজনে উপজেলার ৬নং মাইনীমূখ ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে ওপেন হাউজ ডে এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মোঃ আব্দুল আওয়াল চৌধুরী ও লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন এর উপস্থিতিতে সম্প্রীতি সমাবেশ নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ওপেন হাউজ ডে এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী (ঝান্টু), মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খান। এছাড়া আরো উপস্থিত বক্তব্য রাখেন মাইনীমূখ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন ইমন ও সহ সভাপতি তরিকুল ইসলাম (তরি), ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ বাজারের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সমাবেশ ওপেন হাউজ ডে এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকুক। সব ধর্মের মধ্যে বিগত দিনের ন্যায় লংগদু সম্প্রীতির বন্ধন আছে এবং থাকবে এ বিষয়ে সবার একান্ত সহযোগিতা কামনা করেন।
"পুলিশ জনতা, জনতাই পুলিশ" বর্তমান সমাজের প্রেক্ষাপটে চোরা-চালান, মাদকদ্রব্য পাচার, সাইবার ক্রাইম, নারী ধর্ষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্য বিবাহ প্রতিরোধ, মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়া, পারিবারিক সুশিক্ষা প্রদান এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা চাওয়া এবং সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।