বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
টংকাবতী ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে সুয়ালক ইউনিয়ন ফুটবল দল বিজয়ী
প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:৪৭:১৩
| আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০২:৫১:১৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বান্দরবান সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।
এসময় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন এর সভাপতিত্বে এসময় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম ইসলাম, ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র দিলীপ বড়–য়া, ৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান খোকন, ডিএফএর সাধারণ সম্পাদক মংহৈৃচিং মারমা, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মারমা সাবু, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅং প্রু মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা, টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লুকান ¤্রাে, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার মংয়ইনু মারমা, জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিন, সহ সভাপতি মোঃ আবদুর রহিম, ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের সচিব মিলন কান্তি দাশ, ২নং কুহালং ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইফুদ্দিন, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সচিব ক্যমংহ্লা মারমা, ৫নং টংকবতী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক ফুটবল খেলোয়াড় অসীম বড়–য়া, শিবু বড়–য়া সহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা।
খেলা পরিচালনা করেন রুপন দত্ত, শিমুল দাশ, নুহাই থুই মারমা, আব্দুর রহমান রনি ও খেলায় ধারাভাষ্য প্রদান করেন সাবেক ফুটবল খেলোয়াড় মাহাফুজুর রশিদ বাচ্চু।
খেলায় দুইদলের ১-১ গোলে ড্র হওয়াতে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে সুয়ালক ইউনিয়ন ফুটবল দলের সাথে টংকাবতী ইউনিয়ন ফুটবল দলের সাথে খেলা অনুষ্টিত হয়। ট্রাইব্রেকারে টংকবতী ইউনিয়ন ফুটবল দলকে ২-৩ গোলে হারিয়ে সুয়ালক ইউনিয়ন ফুটবল দল বিজয়ী হয়।
এবারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সদর উপজেলার মোট ৫ টি দল অংশ নিয়েছে।