সোমবার | ০৬ জানুয়ারী, ২০২৫

ভাইবোনছড়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন  

প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২২ ০৩:৩৯:১৮ | আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৫:০৬:০৭

সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। দ্বিতীয় বারের মতো ভাইবোনছড়া বাজার পরিচালনা কমিটি-২০২২ এর ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ নাছির উদ্দিন সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

 

রাঙামাটির লংগদুতে মঙ্গলবার (২২ নভেম্বর) ভাইবোনছড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বাজার কমিটির ভোট গ্রহণ চলে

 

মোঃ নাছির উদ্দিন চেয়ার মার্কায় ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী হারুনুর রশীদ (আনারস) ২৫ রফিকুল মেকার (ঘোড়া) পেয়েছেন ১২ ভোট

 

সাধারণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম রফিক (মোড়ক) মার্কায় ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী বাবু রিষু কান্তি দে নয়ন (ফুটবল) পেয়েছেন ৩৮ ভোট। মোট ভোট ৮৯টি, এরমধ্যে বাতিল ভোট ১টি

 

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ শাহেদ আলী কোষাদক্ষ নির্বাচিত হয়েছেন

 

বাজার কমিটির সদস্যদের সহযোগিতায় নির্বাচন কমিশনার হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন ৪নং ওয়ার্ডের লংগদু ইউপি সদস্য মোঃ মোতালেব

 

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী সক্রিয় ভূমিকা পালন করেন। সকাল থেকে প্রার্থীদের স্ব স্ব কর্মীরা নির্বাচনের বাইরে বাজার প্রাঙ্গনে সড়কে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে

 

উল্লেখ্য যে, দীর্ঘ বছর পর ভাইবোনছড়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions