বৃহস্পতিবার | ২৩ জানুয়ারী, ২০২৫
বান্দরবান

অসুস্থ মাকে বাঁচাতে সামাজিক মাধ্যমে আকুতি, পাশে দাঁড়ালেন পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ২০ অক্টোবর, ২০২২ ০৮:০৫:০০ | আপডেটঃ ২০ জানুয়ারী, ২০২৫ ১০:৫৫:০৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। নিজের শেষ বিন্দু দিয়ে মাকে বাচাঁতে চায় বান্দরবান সরকারী কলেজের শিক্ষার্থী মো.আনোয়ারুল ইসলাম মামুন। গত ৪মাস ধরে তার মাকে বান্দরবান থেকে চট্টগ্রাম নিয়ে গিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে করাতে অর্থ সংকটে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে শ্রমিক হিসেবে ১০বছরের জন্য বিক্রির ঘোষনা দেন মো.আনোয়ারুল ইসলাম মামুন।

সুত্রে জানা যায়, জরায়ু ক্যান্সার শনাক্ত হয়ে বর্তমানে মো.আনোয়ারুল ইসলাম মামুন এর মা এর চিকিৎসা চলছে চট্টগ্রামে। এই পর্যন্ত চৌদ্দ লক্ষ টাকা চিকিৎসা খরচ হয়েছে, যার মধ্যে তার ব্যক্তিগত আট লক্ষ টাকা আর বাকিটা ধার নেয়া।

এদিকে সম্প্রতি আর্থিক সংকটে পড়েও মার ভালবাসা বুকে নিয়ে নিজেকে ১০(দশ) বছরের জন্য শ্রমিক/কামলা হিসেবে বিক্রি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় মো.আনোয়ারুল ইসলাম মামুন। আর বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারের পর সুনজর পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির।

মামুনের মায়ের চিকিৎসা খরচ চালাতে এবার মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রচেষ্টায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর বান্দরবান বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে মো.আনোয়ারুল ইসলাম মামুন এর মায়ের চিকিৎসা চালিয়ে যেতে প্রদান করা হয় ৬লক্ষ টাকা ।

এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মামুন এর হাতে ২লক্ষ টাকার একটি চেক এবং নগদ ৪লক্ষ টাকা প্রদান করেন এবং চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে আগামীতে আরো সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,অসুস্থ মাকে বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের আকুতি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তার সংবাদ পেয়ে আমি তাকে সাহায্য করার প্রতিশ্রæতি দিয়েছিলাম আর তাই আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২লক্ষ টাকা এবং বান্দরবানের বিভিন্ন দানশীল ও বিশিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে আরো ৪লক্ষ টাকাসহ সর্বমোট ৬লক্ষ টাকা প্রদান করেছি।

এদিকে মায়ের চিকিৎসার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে এই ধরণের আর্থিক সহায়তা পেয়ে মো.আনোয়ারুল ইসলাম মামুন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions