মঙ্গলবার | ০৩ ডিসেম্বর, ২০২৪

মার্কস জাতীয় স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ এর উদ্বোধন

প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০২:১৮:০২ | আপডেটঃ ০১ ডিসেম্বর, ২০২৪ ০৫:২৭:৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ সকালে রাঙামাটি ষ্টেডিয়ামে মার্কস জাতীয় স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ এর উদ্বোধন করা হয়েছে।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির পুলিশ সুপার ও জেলা দাবা কমিটির সভাপতি  মীর আবু তৌহিদ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মাহমুদা বেগম, মারুফ আহম্মেদ ও সদর সার্কেল জাহিদ জাহিদুল ইসলাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও বরুণ বিকাশ দেওয়ান।

প্রতিযোগিতায় জেলার ৭ টি স্কুল হতে ৮ টি দলের সর্বমোট ৪৮ জন অংশগ্রহণ করছে।

যে সব স্কুল অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে :: রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়,  শহীদ আব্দুল আলী একাডেমী, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদী আলফেসানী উচ্চ বিদ্যালয়, এবং লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ ২ টি দল।

২৬ তারিখ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হবে।


স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions